যারা নতুন ভোটার হয়েছেন কিন্তু ভোটার আইডি কার্ড পাননি।তারা চাইলে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
Step:-01
এই লিংকে প্রবেশ করুনঃ https://services.nidw.gov.bd/voter_center
তারপর ফর্ম নাম্বার,জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করে ভোটার তথ্য দেখুন।
Step:-02
এনআইডি নাম্বারটি কপি করুন।$®
ভোটার তথ্যের মধ্যে লাল রং এর ১০ সংখ্যার টাই আইডি নাম্বার
Step:-03
এই লিংকে প্রবেশ করুনঃ
https://services.nidw.gov.bd/registration
তারপর রেজিষ্টার এ ক্লিক করুন।
Step:-04
এনআইডি নম্বর,জন্ম তারিখ এবং ক্যাপচা পূরন করে একাউন্ট তৈরী করুন।
তারপর লগিন করুন।
লগইন করার পর আপনার এনআইডি কার্ডের যাবতীয় তথ্য দেখতে পারবেন।এবং সেখান থেকে আপনার এনআইডির কপি ডাউনলোড করতে পারবেন।$®আপনি চাইলে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আপনার তথ্যও পরিবর্তন করতে পারবেন।
নতুন ভোটার হতে চাইলে এই লিংকে প্রবেশ করুনঃ https://services.nidw.gov.bd/new_voter
জাতীয় পরিচয়পত্র প্রাপ্তি, হারানো বা সংশোধনের আবেদন এখন অনলাইনে!!! ভিডিও টিউটোরিয়াল দেখে জেনে নিতে পারেন কিভাবে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
https://m.facebook.com/story.php?story_fbid=2291642251141668&id=1533672696938631
প্রচারেঃ বাংলাদেশ নির্বাচন কমিশন।
0 Comments