" Same To You"
Phrase টার সাথে আমরা সবাই ই পরিচিত। কারন আমাদের দৈনন্দিন ইংরেজি কথাবার্তায় প্রায় এই Phrase টা ব্যবহার করে থাকি। আমাদের কেউ Good Morning বললে উত্তর দেই Same To You কিংবা Happy New Year উইশ করলে উত্তর দেয় Same To You. এই Same To You শুনতে শুনতে হয়তো ব্যাপারটা এখন তোমাদের কাছে আমার মতো ই বিরক্তিকর হয়ে গিয়েছে।
কিন্তু তুমি কি জানো তুমি এই "Same To You" এর পরিবর্তে আরো অনেক Phrase ব্যবহার করতে পারো যেটা Same To You থেকে আরো বেটার এবং ইন্টারেস্টিং। আজকে আমি কথা বলবো এরকম কিছু Phrase নিয়ে। আশা করি পোস্টটা তোমাদের জন্য অনেক উপকারী হবে।
• Back At You!
তোমাকে কেউ বললো Happy New Year. তুমি তাকে বলতে পারো Back at you যার অর্থ তোমার জন্য ও একই শুভেচ্ছা।
• Right Back At You!
তোমাকে কেউ Good Morning. Have a great day! উইশ করলো। তুমি বলতে পারো Right back at you
• You Stole My Greetings!
তুমি কাউকে Eid Mubarak উইশ করতে চাচ্ছিলা কিন্তু তুমি উইশ করার আগেই সে তোমাকে উইশ করে ফেলেছে। সেক্ষেত্রে তুমি বলতে বলতে পারো You Stole My Greetings. Same Wishes For You!
• Ditto!!
তুমি আর তোমার বন্ধু একই সাথে ছুটিতে যাচ্ছো। তোমার বন্ধু তোমাকে বললো Have a great vacation! এক্ষেত্রে তুমি Same to you না বলে বলতে পারো Ditto! You too! যারা মানে তুমিও তাকে একই উইশ করছো।
• Same Applies To You!
তোমার বন্ধু তোমাকে উইশ করেছে Good Afternoon. তুমি তাকে উত্তরে বলতে পারো Same applies to you যার মানে তুমি আমাকে যা বলেছো সেটা তোমার জন্যও প্রযোজ্য।
• Hoping Alike For You Too!
তোমার কোন বন্ধু তোমাকে পরীক্ষা এর পূর্বে বলেছে All the best! তুমি তাকে Same to you না বলে বলতে পারো Hoping alike for you too.
• I Wish The Best For You Too!
আমরা প্রায় ভালো কিছু অর্জন করলে অনেকেই বলে থাকলে Best of luck your future. সেক্ষেত্রে তুমি তাকে Thank You এর পাশাপাশি বলতে পারো I wish the best for you too.
• The feeling is mutual!
আমরা প্রায় অনেকের সাথে প্রথবার পরিচিত হওয়ার পর Nice to meet you বলে থাকি। এর উত্তরে তুমি বলতে পারো The feeling is mutual!
• এছাড়াও I wish you the same, in the same you ইত্যাদিও ব্যবহার করতে পারো।
তাহলে আজ থেকেই শুরু করো দাও Same to you এর পরিবর্তে এই Phrase গুলোর ব্যবহার। শেয়ার এবং মেনশন করে জানিয়ে দাও তোমার বন্ধুদেরকে যেন আর বিরক্তিকর Same to you শুনতে না হয়! :D
© মোঃ আবদুল্লাহ
0 Comments